বুধবার, মার্চ ২২News That Matters

কাপ্তাই হ্রদে ডুবোচরে আটকে পড়া ১৭৫ পর্যটককে উদ্ধার করল পুলিশ

শেয়ার করুন:

রাঙামাটিতে ভ্রমণে এসে কাপ্তাই হ্রদের ডুবোচরে আটকে পড়া চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ ১৭৫ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৮ টার দিকে এদের উদ্ধার করে পুলিশ। রাঙামাটি সদর সার্কেল এএসপি জাহিদুল ইসলাম বলেন ৯৯৯ এ কল পেয়ে রাঙামাটি পুলিশ জানতে পারে পর্যটকবাহী একটি লঞ্চ কাপ্তাই হ্রদে ডুবোচরে আটকে পড়েছে। প্রথমে লোকেসন শনাক্ত করে পুলিশ উদ্ধার অভিযানে যায়। যে লঞ্চটি আটকা পড়ে সেটি চর থেকে নামানো যায়নি। বিকল্প একটি লঞ্চে করে আটকে পড়াদের উদ্ধার করে রাঙামাটি শহরে আনা হয়।
চট্টগ্রাম সরকারি কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো হানিফ বলেন, আমরা শিক্ষক পরিবার ও শিক্ষার্থীদের নিয়ে কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণে বের হই। গন্তব্য ছিল সুবলং। যাওয়ার পথে আমাদের লঞ্চ আটকা পড়ে। অনেক চেষ্ট করেও লঞ্চটি চর থেকে নামানো যায়নি। এক পর্যায়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে। পরে আমরা ৯৯৯ এর মাধ্যমে পুলিশের স্মরণাপন্ন হই।

আমাদের ডাকে পুলিশ সাড়া দেয়। এতে আমরা নিরাপদ তীরে ফিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *