মঙ্গলবার, মার্চ ২১News That Matters

রাঙামাটি ইসলামিক ফাইন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু দিবসের আলোচনা সভা

শেয়ার করুন:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাঙামাটি ইসলামিক ফাইন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বঙ্গবন্ধুর ১০৩তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার উদ্যোগে পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল ও জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।

রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন, ঢাকাস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমীর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি ক্বারী মাওলানা মুহাম্মদ ওসমান গণি চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাইন্ডেশন রাঙামাটির মাষ্টার ট্রেইনার মোঃ বখতেয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করে ইসলামিক ফাইন্ডেশন রাঙামাটির ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ জয়নুল আবেদিন।
অনুষ্ঠানে কুরআন তিলওয়াত করেন মুহাম্মদ নুসাইর ইকবাল চৌধুরী, নাত পরিবেশন করেন মোঃ ওয়াজিদুল ইসলাম মেহরাব এবং দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আশহাদুল ইসলাম। পরে আজান, হাম নাত ও কেরাত প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *