সুমন্ত চাকমা, জুরাছড়ি।
জুরাছড়িতে সুষ্ঠু ভাবে ভোট সমাপ্ত জুরাছড়ি ইমন চাকমা ও বনযোগীছড়া সন্তোষ বিকাশ চাকমা বিজয় প্রতিনিধি, জুরাছড়ি (রাঙামাটি)
৭ম ধাপে ইউপি নির্বাচনে জুরাছড়ি ও বনযোগীছড়া ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে জুরাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ইমন চাকমা এবং ও বনযোগীছড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সন্তোষ বিকাশ চাকমা।
বনযোগীছড়া ইউপি নির্বাচনের রিটানিং কর্মকর্তা কৌশিক চাকমা ও জুরাছড়ি ইউনিয়নের নির্বাচন রিটানিং কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।
জুরাছড়ি ইউনিয়নের ১ হাজার ৪৯৫ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে ইমন চাকমা বিজয়ী হয়। তার নিকট তম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে ক্যানন চাকমা পায় ১ হাজার ২২০ ভোট।
বনযোগীছড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সন্তোষ বিকাশ চাকমা ১ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয় হয় এবং তার নিকট তম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কামিনী রঞ্জন চাকমা পায় ১ হাজার ৪৮ ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ বলেন, সকলের সার্বিক সহযোগিতায় শান্তি পূর্ন ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। নিরাপদে ভোটারেরা ভোট দিতে আসতে দেখা গেছে।
এ নির্বাচনে জুরাছড়ি উপজেলায় চার ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৩ ফেব্রুয়ারী নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের ১৮ টি ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত আদেশ প্রদান করা হয়। যার কারণে উপজেলার মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি।