মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর।
নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারী রাত ১২.১মিনেটে নানিয়ারচর কেন্দ্রিয় শহীদ মিনারে উপজেলা পরিষদ ও প্রশাসন সহ সর্বস্তরের জনগণ পুস্পস্তবক এর মাধ্যমে বায়ান্নের ভাষা আন্দোলনে আত্বত্যাগকারী সকল শহীদদের ভাবগাম্ভীর্যের সাথে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
এরপর সকাল ৮টায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগনের অংশগ্রহণে উপজেলা সদর কেন্দ্রিয় শহীদ মিনার চত্তর থেকে প্রভাতফেরী বের করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. ফজলুর রহমান, ভাইসচেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিকসহ রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ ও নানান শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।