রাঙামাটির কাউখালী ঘাগড়া স্বধর্ম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান শেষে বৃহস্পতিবার রাতে বাড়িতে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে গিয়ে গভীর খাদে পড়ে ১ জন নিহত ৬ জন আহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজার স্বধর্ম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার সময় রাত ১ টার সময় চাঁদের গাড়িটি (ঢাকা- গ- ৯৭৭১) বেতছড়ি নামক স্থানে পাহাড়ে উঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে দৌড় দিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে ১৫-২০ জন কম বেশি আহত হয়। পরে খবর পেয়ে আশেপাশের লোকজন দৌড়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত বিপুল চাকমা (১৮) কে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বাকী আহতরা হলেন- শুভ চাকমা( ১৯), মংলা বৌদ্ধ চাকমা, সোহেল চাকমা (১৮), পিতা, প্রদীপ চাকমা, অরবিন্দু চাকমা(২৫), পিতা, সুনীল বিকাশ চাকমা, সলোকন চাকমা (১৯), পিতা, শংকর চাকমা, নোবেল চাকমা (২৫), পিতা, রিপন চাকমা, সুজন চাকমা (১৮), পিতা, সুর্য কুমার চাকমা। আহত নিহত সবার বাড়ি কাউখালির ঘাগড়া ইউনিয়নে।