রাঙামাটিতে বিদ্যুৎ লাইন সাহায্যকারীর বিদ্যুৎ খুঁটি থেকে পরে করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের চম্পক নগর বিলাস ভবনের সামনে ময়লা আবর্জনা সংলগ্ন বিদ্যুতের খুঁটি থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মোঃ আইয়ুব বেলাল (৪০) নামের ব্যক্তির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ অফিসের লোকজন এসে বিলাস ভবনের সামনে বিদ্যুৎ খুঁটিতে লাইন ঠিক করতে উঠে। কিছুক্ষণ পরেই উপরে থাকা আইয়ুব বেলাল (৪০) নামের লোক ছিটকে নিচে পড়ে। আমাদের ধারনা ঘটনাস্থলেই সে মারা গেছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগের লোকজনসহ স্থানীয় লোকজন তাকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আইয়ুব বেলালকে মৃত ঘোষণা করে।
জানা যায় প্রায় ত্রিশ ফুট উচু থেকে পড়ে গিয়ে বেলালের অকাল মৃত্যু হয়। এই মৃত্যু বিদ্যুৎ বিভাগের অবহেলার কারনে হয়েছে। তাদের আধুনিক কোন যন্ত্রপাতি না থাকায় প্রতি বছরই একাধিক লোক বিদ্যুৎ খুঁটি থেকে পড়ে মৃত্যু বরণ করছে।
জানা গেছে,২০১৪ সালে বিদ্যুৎ বিভাগে আইয়ুব বেলালের চাকুরি হয়। তার বাবা নেই। স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার। মেয়ের বয়স ৭ বছর আর ছেলে ৩ বছর। তার এ অকাল মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে নিহতের পরিবারে।