লংগদুতে দয়াল চন্দ্র চাকমার জমি বেদখলের ঘটনায় নিন্দা প্রতিবাদ জানিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
বৃহস্পতিবার বিকালে রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমার পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে সচল চাকমা বলেন, লংগদু উপজেলার লংগদু সদর ইউনিয়নের বড় হাড়িকাবা (খাড়িকাটা) গ্রামে সেটলার বাঙালি কর্তৃক দয়াল চন্দ্র চাকমার নামে বন্দোবস্তিকৃত জমি বেদখল করে অবৈধভাবে ঘর নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি দয়াল চন্দ্র চাকমার জমি বেদখল করার উদ্দেশ্যে আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খুপড়ি ঘর নির্মাণকে উস্কানিমূলক এবং পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলা চালানোর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন।
বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) একই ইউনিয়নের ভাইবোন ছড়া এলাকার বাসিন্দা মো. মকবুলের ছেলে মো. কামাল দলবল নিয়ে দয়াল চন্দ্র চাকমার ১৯৭৫ সালে বন্দোবস্তিকৃত জমিতে খুপড়ি ঘর নির্মাণ করে।
এর আগে ২০১৯ সালেও সেটলাররা একবার ওই জমি বেদখলের চেষ্টা চালিয়েছিল উল্লেখ করে ইউপিডিএফ নেতা বলেন, লংগদুসহ বিভিন্ন এলাকায় অসংখ্য ভূমি বেদখল ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে বেদখলকারীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করার কারণে সেটলাররা বার বার অন্যের জমি বেদখল করতে সাহস পাচ্ছে।
জমি বেদখলের উদ্দেশ্যে পাহাড়িদের গ্রামে অনেকবার সাম্প্রদায়িক হামলার ঘটনাও ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি দয়াল চন্দ্র চাকমার জমিতে ঘর নির্মাণ করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এদিকে একই ঘটনার প্রতিবাদ সাজেকে মানববন্ধন করা হয়েছে।