বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার শিক্ষার্থীরা।
আজ সোমবার (১ জানুয়ারি) রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়, রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা, জাবালে নুর গালস মাদ্রসা সহ উপজেলার সবকটি স্কুল ও মাদ্রাসা শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে। নতুন বই পেয়ে তাদের আনন্দ উচ্ছ্বাসে যেনো নুতন প্রাণ পেয়েছে বিদ্যালয়ের আঙ্গিনা।
সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি প্রধান অতিথি থেকে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। পরে রামগড় মডেল, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় ও রামগড় মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউছার, উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াস, সংশ্লিষ্ট বিদ্যালয় সমুহের পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা ।