রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক ২০২২ সালে নাটকে সম্মাননা প্রাপ্ত কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের বারঘোনিয়া কয়লার ডিপুর বাসিন্দা প্রখ্যাত অভিনয় শিল্পী কেপিএম এর প্রাক্তন কর্মচারী রনজিত মল্লিক মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৬ টা ৩০ মিনিটে তিনি বারঘোনিয়া তালুকদার পাড়া নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
প্রসঙ্গত: মাত্র ৮ বছরে বয়সে রনজিত মল্লিক মঞ্চে অভিনয় শুরু করেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি ৮ শত মঞ্চ নাটক, যাত্রা পালা, পথ নাটকে অভিনয় করেন। মঞ্চে বিশেষ করে তাঁর রাজার অভিনয় ছিল চোখে পড়ার মতো।
এদিকে তাঁর মৃত্যুতে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, চম্পাঁকুড়ি খেলাঘর আসর, কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, উদীচী,কাপ্তাই, ভৈরবী শিল্পী গোষ্ঠী, গিরি পলাশ নাট্য গোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
রনজিত মল্লিক এর ছেলে বাউল শিল্পী বসুদেব মল্লিক জানান, বৃহস্পতিবার দুপুর ১ টায় তাঁকে কয়লার ডিপু হরিমন্দির শ্মশানে দাহ করা হয়েছে।