রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা), ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও সেমিনার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ মেলায় প্রায়ন২০-২৫ স্টল দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, আজকে যারা শিশু কিশোর আগামী দিনে তারা জাতির কর্ণধার। এই শিশুরাই বিজ্ঞানের আবির্ভাব ঘটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বহু দূর। বর্তমান ডিজিটাল যুগে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে এদেশের ছেলে মেয়েরা অনেক কিছু করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, মেধাবি শিক্ষার্থীরা বিজ্ঞানের মাধ্যমে অনেক কিছু আবিস্কার করতে দেখা গেছে। ঘরে বসে থাকলে হবে আমাদেরকে গবেষণা করতে হবে।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
এসময় পুলিশ সুপার বলেন, জাতিকে উন্নতির সুউচ্চ শিখরে নিয়ে যেতে বিজ্ঞানের বিকল্প নেই। এই বিজ্ঞানের প্রসারের মাধ্যমেই জাতির উন্নয়ন সম্ভব। তাই বিজ্ঞান মেলা আয়োজন করে সবাইকে সচেতন করতে হবে। উৎসাহিত করতে হবে বিজ্ঞান মেলার আয়োজন করতে এবং আমাদের প্রতিটি মানুষকে হতে হবে বিজ্ঞান মনস্ক। স্কুল-কলেজ গামী ছাত্র ছাত্রীর মানসিকতায় বিজ্ঞানের এই সব কর্মকান্ড উদ্ভাবনী শক্তির পরিধি প্রসারিত করে, ফলে তাদের মন হয় উর্বর এবং উৎপাদনমুখী। আয়োজিত এ বিজ্ঞান মেলা তরুন মেধাবী ছাত্র ছাত্রীদের বিজ্ঞান সম্পর্কে সৃজনশীল মেধা বিকাশে সহায়তা করবে।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ আরো অনেক উপস্থিত ছিলেন।