রবিবার, মার্চ ২৬News That Matters

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে একজন আটক

শেয়ার করুন:

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি।

রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যাক্তির নাম সুখময় চাকমা  ওরফে মাসন (৫২)।

রবিবার সকালে দুইটিলা আর্মি ক্যাম্প হতে ৫ কিঃমিঃ উত্তর ৯ কিঃমিঃ পাড়া থেকে মানসকে আটক করা হয়।

রবিবার সকালে দুইটিলা আর্মি ক্যাম্প হতে ৫ কিঃমিঃ উত্তর ৯ কিঃমিঃ পাড়া নামক এলাকা থেকে ফুলঝাড়ু ব্যবসায়ীর নিকট চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক করা হয় মানসকে।

মানসের  কাছ থেকে বাটম মোবাইল দুটি, একটি চাঁদা আদায়ের রশিদ ও নগদ টাকা জব্দ করা হয়।

সেনাবাহিনী জানায়, মানসকে বাঘাইহাট আর্মি ক্যাম্পে আনার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে ইউপিডিএফ ( মুল) এর সাজেক মাসালং এলাকার চীফ কালেক্টর।

এছাড়াও মানস ২০১৫ সালে ১৫ মার্চ ইউপিডিএফ মূল কর্তৃক বাবুছড়া অভিমুখে পদযাত্রা চলাকালীন নিরাপত্তা বাহিনীর উপর হামলার অন্যতম প্রধান আসামি।

মানেসের ব্যাপারে ইউপিডিএফ সাজেক থানার সমন্বয়ক আর্জেন্ট চাকমা বলেন, মানস চাকমা গত এক বছর আগে দলের কাজ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এখন তার সাথে ইউপিডিএফের কোন সম্পৃক্ততা নেই।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সেনাবাহিনী আসামি থানায় হস্তান্তর করে। মামলার প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *