রামগড় গনিয়াতুল উলুম ফাজিল (ডিগ্রি) মডেল মাদ্রাসার অবসরপ্রাপ্ত তিন শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও মাওলানা হামিদ উল্লাহ’র স্মরণ সভা আজ শনিবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিনত হয় নবীন প্রবীন ছাত্রছাত্রীদের মেলায়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবধনা ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।
অনুষ্ঠানে রামগড় উপজেলা নিবাহী কর্মকর্তা মমতা আফরিনসহ সংবধিত অতিথিসহ সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদ্রাসায় কামিল (মাস্টাস) চালু, হোস্টেল চালু করার পরামর্শ দেয়া হয়।