রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী লগগেইট শ্রী শ্রী জয়কালী মন্দিরের ২১ সদস্য বিশিষ্ট দ্বি- বার্ষিক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন প্রশান্ত ধর। কমিটিতে তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু। এছাড়া দ্বিতীয় বারের মতো অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রদীপ দে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানান নব নির্বাচিত সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু। এতে ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে প্রথম অধিবেশনে সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রশান্ত ধর। দ্বিতীয় অধিবেশনে তিন সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটি এই পরিচালনা পর্যদ গঠন করেন। নির্বাচক কমিটির সদস্যরা হলেন সুদন দে মিলন কান্তি বিশ্বাস এবং গোপাল বিশ্বাস ।