রাঙামাটির বাঘাইছড়িতে শহীদ রাষ্ট্রপতি ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৮৯তম জন্মদিন যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। রোববার সকালে উপজেলার শাপলা চত্বরের দলীয় অস্থায়ী কার্যালয়ে দিবসটি পালিত হয়।
দিনটি উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচী পালন করছে। সকালে বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচী শুরু হয়।
পরে বিকালে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন বাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজা, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।