খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খনন্দকার বলেছেন ‘আমার প্রতিটি মুহূর্ত খাগড়াছড়িবাসীর জন্য উৎসর্গ করা। খাগড়াছড়ি জেলা আমার জীবনের সাথে মিশে গেছে। আমি কর্মক্ষেত্রে যেখানে যাই সেটাকে নিজের জেলা মনেকরি। আগামিতে আপনাদের পরামর্শ নিয়ে সল্প সময়ে সমস্যা চিহৃত করে সমাধানের চেষ্টা করবো’ ।
সোমবার বিকেলে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হিসেবে খাগড়াছড়িতে যোগদানের পর উপজেলা পর্যায়ে রামগড়ে এটি প্রথম আনুষ্ঠনিক মতবিনিময় সভা।
মতবিনিময় সভায় বক্তারা রামগড়ে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বৃদ্ধি, পর্যটনের চিত্র, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল বৃদ্ধিসহ পাহাড় ও প্রকৃতি বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন। মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক সকলের পরামর্শগুলো শোনেন এবং ক্রমান্বয়ে সমস্যা সমূহ সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এর গেজেটভুক্ত রামগড়ের একমাত্র শহীদ মো: মজিদ হোসেন এর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর বাড়িতে গিয়ে তার পরিবারকে শান্তনা ও নগদ ৩০ হাজার টাকা অনুদান দেন জেলা প্রশাসক।