খাগড়াছড়ির রামগড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপনের লক্ষে দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অপণ করে সর্বস্থরের জনতা। দিবসটি পালনের লক্ষ্যে সকালে বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোর শিক্ষার্থীরা শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।
এরআগে রাত ১২টা এক মিনিটে রামগড় কেন্দ্রীয় শহীদ মিনারে- উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রামগড় পৌরসভা, রামগড় থানা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও-ক্লাব, স্থানীয় সাংবাদিকরা উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দিনব্যাপী চিত্রাংকন, কবিতা আবৃত্তি, নান্দনিক হস্তলেখা, হাসপাতাল মসজিদ-মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা সহ আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।