রাঙামাটির লংগদু উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফজলুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক রশিদুল ইসলাম, উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহা নেওয়াজ চৌধুরী, লংগদু থানার তদন্ত কর্মকর্তা, স্মরজিৎ কুমার দে, দাতা সদস্য সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সুলতানা আহমেদ সহ অন্যরা।
এসময় শিক্ষার্থীদের পক্ষ হতে মানপত্র পাঠ করেন জয়নব আক্তার এবং বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রেখেছেন অম্রিতা চাকমা ও আরজা মনি চাকমা।
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, এই প্রতিষ্ঠানে অনেক মেধাবী শিক্ষার্থী অনেক ভালো ফলাফল করে, ভালো উন্নতমানের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে করবে । একজন সু নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শিক্ষার কোন বিকল্প নেই, জ্ঞানীই শক্তি। শিক্ষায় যে একটি মানুষের চালিকা শক্তি, এবং শিক্ষা দিয়ে গড়বে তোমার।
তিনি আরও বলেন, ছাত্র-শিক্ষকের যে বন্ধন এইটা জন্ম থেকে জন্মান্তরের বন্ধন। এই বন্ধনের সমাপ্ত হয় মৃত্যুর মধ্য দিয়ে। তাই আমি মনে করি তোমাদের বরণ করার জন্য যেভাবে এগিয়ে এসেছে ঠিক তেমনিভাবে বিদায় বেলায়ও স্মরণীয় করে রাখার মতো আয়োজন করা হয়েছে। তোমরা আগামীর ভবিষ্যৎ তোমারা আগামীর বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখতে নিজেদের লেখা পড়ার মাধ্যমে আলোকিত করবে এমনটাই প্রত্যাশা।
শেষে স্কুলের ইসলাম শিক্ষার শিক্ষক মোঃ আব্দুল মান্নান দোয়া মুনাজাতের মাধ্যমে বিদায়ী অনুষ্ঠানের সমাপ্তি করেন।