বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানে ছয় মাসের সাজাপ্রাপ্ত কারা আসামীকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বুধবার’রাতে বান্দরবান সদরে জেলা কারাগারে বন্দি ছয় মাসের সাজাপ্রাপ্ত কারা আসামী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম দিলদার আলী পরমানিক (৪৮)। সে লামা উপজেলার লেমুঝিড়ি নাইক্ষ্যংছড়ি মোজার বাসিন্দার মৃত নাছির পরমানিকের পুত্র। কয়েদি নং ৪০২০।
এদিকে মৃত্যুর পর কয়েদীর লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ বলেন, ২০০৮ সালের মারামারির মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামী অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত ভাবে ময়না তদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে।