রাঙামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক ফুটবল একাদশ এর আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় মুসলিম ব্লক মডেল মসজিদ সংলগ্ন মাঠে মুসলিম ব্লক ফুটবল একাদশ এর জমকালো আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ওমর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা জাসাস এর সভাপতি মো: সিদ্দিক আলী, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো: হুমায়ুন কবির মুসা, বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য সচিব মো: ওমর ফারুক, ৩৩নং মারিশ্যা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো: সাইজ উদ্দিন সাজু, উপজেলা বিএনপি’র সদস্য মো:আক্কাস আলী সহ বৃহত্তর মুসলিম ব্লক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন মুসলিম ব্লক ফুটবল একাদশ ক্লাব এর “নবীন ফুটবল একাদশ বনাম প্রবীণ ফুটবল একাদশ”। নির্ধারিত সময়ে শেষে নবীন ফুটবল একাদশ ও প্রবীণ ফুটবল একাদশ ০-০ গোলে সমতা করে।
উক্ত খেলায় প্রধান অতিথি মো: ওমর আলী মুসলিম ব্লক ফুটবল একাদশ ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনেক সুন্দর খেলার আয়োজন হয়েছে। ভবিষ্যতে যাতে আরো সুন্দর খেলার আয়োজন করা হয় সে ব্যাপারে আয়োজক কমিটিকে আহ্বান জানান। তিনি আরো বলেন, খেলাধুলায় মানুষের মন ভালো রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে এবং যুবসমাজকে মাদক সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় আসতে সকল যুবকদের আহ্বান জানান। পরে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দু।