শনিবার, মার্চ ২৫News That Matters

নানিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ২

শেয়ার করুন:

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহী আহত হয়েছে।

রবিবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার বুড়িঘাট ইউনিয়নের মাসুম মিয়ার ছেলে মানিক মিয়া (১৯) এবং মৃত হেমায়েত সিকদারের ছেলে লাদেন (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের রামহরিপাড়া এলাকায় আনারস নিয়ে আসার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরোহীসহ দুইজন আহত হয়েছেন।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পাহাড়ি রাস্তায় অনভিজ্ঞতার জন্য এই সব দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠিয়েছে এবং তবে ঘটনাস্থলে কোন গাড়ি পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *