বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
পত্রিকাটির ১৭বছরে পদার্পণ উপলক্ষে রাজস্থলী যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে সোমবার সকাল ১১টায় রাজস্থলী প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি যায়যায়দিন রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খানের উপস্থাপনায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা , কৃষি অফিসার, মাহবুব আলম রনি, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, মহিলা সভা নেত্রী, লংবতি ত্রিপুরা, কারিতাস প্রকল্প কর্মকর্তা, সাধন বিকাশ চাকমা, নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া, প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান , সাংগঠনিক সম্পাদক আইয়ুব চৌধুরী, অর্থ সম্পাদক কাইয়ুম হোসেন মিরাজ, দৈনিক চট্রগ্রাম মঞ্চ পত্রিকার প্রতিনিধি, অর্ণব মল্লিক প্রমুখ।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে পত্রিকাটি ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেছে। এ ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।
এসময় উপজেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।