রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত কাজে থাকা এক পুলিশ সদস্য গতকাল শনিবার বিকাল বেলা নিজ রাইফেলের গুলিতে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়।
জানা যায় উপজেলার বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা পুলিশ সদস্য মোঃ মোতাহের হোসেন (২৮).(কনস্টেবল নং ২৮৭৩) পিতা মৃত, শীষ মোহাম্মদ , সাং মধ্যমনাপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি। বেশ কয়েক দিন যাবত পারিবারিক কলেহের জেরে গতকাল শনিবার বিকেলে মোবাইলে লাইভে এসে বেতবুনিয়া ভু- উপগ্রহের পাহাড়ের উপর পুলিশ পোস্টে ( নিরাপত্তা চৌকিতে) নিজ রাইফেল দিয়ে নিজে গুলি করেন।
এসময় গুলির শব্দ শুনতে পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানা যায়।
খবর পেয়ে ঘটনা স্থলে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম( বার) ঘটনাস্থল পরিদর্শন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
গুলিবিদ্ধ পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত থাকা পুলিশ ক্যাম্পের দায়িত্ব থাকা পুলিশ পরিদর্শক আইসি মোঃ মামুন কে মোবাইল ফোনে বেশ কয়েক বার যোগাযোগ করার চেষ্টা করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।