বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটির ফারুয়ায় ৪৫ বছর আগে শহীদ জিয়ার খনন করা খাল পুনঃখনন শুরু

প্রতিবেদক
জিয়াউর রহমান জুয়েল, ফারুয়া থেকে ফিরে।
এপ্রিল ৯, ২০২৫ ১২:৫০ পূর্বাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা গনিখাল দীর্ঘ ৪৫ বছর পর পুনঃখননের উদ্যোগ নিয়েছেন তার দলের উত্তরসুরিরা। এরমধ্য দিয়ে স্থানীয় গ্রামবাসীর কয়েকশ একর জমি চাষাবাদের আওতায় আসবে। এতে কৃষি বাণিজ্যেের হাত ধরে স্হানীয় অর্থনীতি সমৃদ্ধ হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই সময়ে এটিই হচ্ছে খাল খননে বিএনপির প্রথম কোন কর্মসুচি। যা সারা দেশে ছড়িয়ে পড়বে।

আজ (মঙ্গলবার, ০৮ এপ্রিল) দুপুরে বিলাইছড়ি ফারুয়া ইউনিয়নের গণিখাল কাটা কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন। পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপকারভোগী স্হানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

এ সময় রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ফারুয়া ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ রাঙামাটি জেলার বিভিন্ন স্হানে খাল খনন কর্মসুচি বাস্তবায়নের ঘোষণা দেন। অনুষ্ঠানে স্হানীয় পাংখোয়া ও তংচঙ্গ্যা শিশুরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার পরিধান করে নৃত্য পরিবেশন করেন। পরে বিএনপি নেতাকর্মীদের সাথে স্হানীয় বাসিন্দারা স্বেচ্ছা শ্রমে খাল খনন কাজে অংশ নেন।

 

১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাঙামাটি বিলাইছড়ির ফারুয়ায় গনিখাল খনন করেন।এতে কয়েক একর চাষযোগ্য জম তৈরি হলে কয়েক হাজার পরিবারের খাদ্য সংকট দূর হয়। কিন্তু সংস্কার না হওয়া আর কয়েক বছরের বন্যা ও পাহাড় ধ্বসের কারণে খাল ভরাট হয়ে যাওয়ায় চাষাবাদ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের কথা চিন্তা করে রাঙামাটি জেলা বিএনপি পুনরায় এই খান খনন কর্মসূচি বাস্তবায়ন করে।

এ উদোগের ফলে স্হানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বন্যা নিয়ন্ত্রণ, ব্যবহার ও পতিত জমি চাষাবাদের জন্য সারা বছরই পানির যোগানের নিশ্চয়তা তৈরি হয়েছে। কৃষি বাণিজ্যেের হাত ধরে স্হানীয় অর্থনীতি সমৃদ্ধ হওয়ার প্রত্যাশা করছেন।

ফারুয়া ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান তেজেন্দ্র লাল তংচঙ্গ্যা বলেন-সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাহাড়ের মানুষকে অসম্ভব ভালোবাসতেন। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নের জন্য ১৯৮০ সাকে তিনি ফারুয়ার মতো দুর্গম এলাকায় খাল খনন কর্মসুচি নিয়ে নিজে কাজে অংশ নিয়েছেন। আমি নিজে তাঁর সঙ্গে কাজ করেছি। কিন্তু বিগত সরকারগুলো সংস্কারের উদ্যোগ না নেয়ায় খালটি বন্যা ও পাহাড় ধসের কারণে ভরাট হয়ে গেছে। ৪৫ বছর পর শহীদ জিয়ার দলের নেতারা ফারুয়ার এই খালটি পুনঃ খনন শুরু করেছে। এতে এখানকার বাসিন্দারা উচ্ছ্বসিত।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন -ফারুয়ার গণিছড়া খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত। ১৯৮০ সালে তিনি নিজে উপস্থিত থেকে খালটি খনন করেছিলেন। আজ দীর্ঘ ৪৫ বছর পর আজকে ফারুয়ার দুর্গম এলাকায় এসে সেই খালের স্মৃতি বিজড়িত এলাকায় পুনঃখনন কর্মসুচি শুরু করেছি। এতে এই অঞ্চলে কৃষি বাণিজ্যে ব্যাপক অগ্রগতি হবে। এতে স্হানীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে। আমরা পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্হানে খাল খনন কর্মসুচি বাস্তবায়ন করা হবে। এরমধ্য দিয়ে স্থানীয় গ্রামবাসীর কয়েকশ একর জমি চাষাবাদের আওতায় আসবে।

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন – দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমাদের দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ১৯৭৯ সালে এই খাল খনন কর্মসুচি প্রনয়ণ করেন। এবং তার জীবদ্দশায় এই বাংলাদেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে আমাদের খাদ্যাভাব দূর করেছেন। এর আগে শেখ মুজিবুর রহমানের আমলে দেশ তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছিল। আমরা আবারও শহীদ জিয়ার ১৯ দফার এক দফা এই খাল খনন কর্মসুচি শুরু করেছি। এই সময়ে এটিই হচ্ছে খাল খননে বিএনপির প্রথম কর্মসুচি। যা সারা দেশে ছড়িয়ে পড়বে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৮ পর্যটক আহত

রাজস্থলী উপজেলার আওয়ামী লীগের বর্ধিত সভা / সকল ভেদাভেদ ভুলে দলের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-চিংকিউ রোয়াজা

লংগদুতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি সংসদের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

রুমায় গবাদি পশু ও শিশু খাদ্য বিতরণ

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে রাইখালীতে বন বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটি আসনে দুই হেভিওয়েট প্রার্থী / দীপংকরের সম্পদ বেড়ে ৯ কোটি টাকা; স্ত্রীর র্স্বণের হিসাবের গড়মিল; কমেছে ঊষাতনের; আছে দুটি মামলা

রামগড় ইমিগ্রেশন কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

প্রকৃতি ও পরিবেশ ঠিক রেখে পার্বত্য চট্টগ্রামে বাস্তবমূখী পরিবেশ গড়ে তুলতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

জমে উঠেছে রাঙামাটি সদর উপজেলার নির্বাচনী প্রচারণা

বাঘাইছড়িতে ১৪৪৬ হিজরি নববর্ষ উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: