বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের দাবিতে বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। এতে দলীয় নেতা-কর্মীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহম্মেদ। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আবছার হোসেন এবং পৌর বায়তুলমাল সম্পাদক মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি জাফর আহম্মেদ। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মশিউর রহমান, উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ডা. সরদার আব্দুর রহিম, ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. ইউসুফ, উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম এবং পৌর জামায়াতের সভাপতি মো. নেয়ামত উল্লাহ।
সমাপনী বক্তব্যে উপজেলা আমীর মাওলানা কবির আহম্মেদ বলেন, “অবিলম্বে কেন্দ্র ঘোষিত ৫ দফা মেনে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দিতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র পথ এটাই।”
কেন্দ্র ঘোষিত ৫ দফা গণদাবি হলো:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (PR) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড চালু।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।