ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিনভর কাউখালীর নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন রাঙামাটি ২৯৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।
আজ শনিবার সকাল ৯টায় অর্ধশতাধীক মোটর সাইকেল ও ট্রাক পিকাপ নিয়ে দলের নেতা কর্মীরা ঘগড়া টেক্সটাইলের সামনে জড়ো হয়ে প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানায়।
দিনের শুরুতে আনুষ্ঠানিকভাবে ঘাগড়া বাজারে প্রচারনা শেষ করে উপজেলার বেতবুনিয়া, নতুনপাড়া, গোদারপাড়, সুগারমিল আদর্শগ্রাম, নাইল্যাছড়ি ও ছোট ডলু এলাকার প্রত্যন্ত এলাকা দিয়ে ১ম পর্ব শেষ করেন। দুপুরের ঘন্টা খানেক বিরতির পর কাউখালী উপজেলা সদরে প্রচারণা শুরু করেন।
২য় পর্বে কাশখালী, ঘিলাছড়ি হয়ে উপজেলা সদরে নির্বাচনী প্রচারণা শেষে কাউখালী প্রেসক্লাব চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে এড. মূখতার আহমেদ বলেন, ২৪ গণঅভ্যুত্থানকে অর্থবহ করতে জুলাই সনদ বাস্তবায়ন এবং তরুণ প্রজন্মের আকাঙ্খাকে কাজে লাগাতে না পারলে জাতী হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তাই আগামী নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে দাড়ি পাল্লা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি ২৯৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মুখতার আহমেদ, রাঙামাটি পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক তালুকদার, সেক্রেটারী ডাঃ মোঃ ইকবাল হোসেনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ।