খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) মহালছড়ি টমটম মালিক সমবায় সমিতির উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক।
স্মরণ সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। তাঁর নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি টমটম মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ জহির ইসলাম মনা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রীর আদর্শ আমাদের পথচলার অনুপ্রেরণা। তাঁর স্মৃতিকে সম্মান জানাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে টমটম মালিক সমবায় সমিতির সদস্যবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


















