খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ডিবি পাড়ায় তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ) দুপুরে ডিবি পাড়ায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামসুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক অহিদ উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য আপা কর্মকর্তা ইতি চাকমা।
উঠান বৈঠকে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার নারীদের অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে নতুন দিগন্তের উন্মোচন ঘটাতে পারে। আজকের যুগে প্রযুক্তি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি কর্মসংস্থান, শিক্ষা ও উদ্যোক্তা তৈরির অন্যতম হাতিয়ার।
ইউএনও মোঃ আবু রায়হান তাঁর বক্তব্যে বলেন, তথ্য প্রযুক্তির জ্ঞান নারীদের আত্মনির্ভর করে তুলতে পারে। সরকারের এই প্রকল্পের মাধ্যমে গ্রামের নারীরাও এখন তথ্য ও প্রযুক্তি সেবায় যুক্ত হয়ে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারছেন।
অনুষ্ঠানে স্থানীয় নারী অংশগ্রহণকারীরা তাদের মতামত ব্যক্ত করেন এবং তথ্য আপা প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ ও সচেতনতামূলক আলোচনা হয়।
শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান ও নারীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।