রাঙামাটি জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ির উকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। নিহতের নাম লক্ষী কুমার চাকমা (৪৫)। সে সুবল এলাকার শিলছড়ির উকছড়ি গ্রামের মৃত ললিত কুমার চাকমার ছেলে।
গত বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। সুবল ফাড়ির পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা ধারণা করছেন পাহাড়ে যেকোন একটি আঞ্চলিক দল এ হত্যাকান্ড ঘটিয়েছে। নিহত লক্ষী কুমার এক সময় ইউপিডিএফ মুল দলের সদস্য ছিলেন। বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরে কৃষিকাজ করার পাশাপাশি ছোট ব্যবসা করে পরিবারের সাথে ছিলেন লক্ষী কুমার। শিলছড়ি এলাকাটি এক সময় জেএসএস অধ্যুষিত এলাকা ছিল। বর্তমানে সে আশাপাশ এলাকায় জেএসএস এমএন লারমা, ইউপিডিএফ গণতান্ত্রিক দলের লোকজনের আনাগোনা রয়েছে।
বরকল থানা পুলিশ জানায় গত বুধবার রাতে একদল সন্ত্রাসীরা লক্ষী কুমার চাকমার বাড়ি ঘেরাও করে। তাকে ধরে বাইরে এনে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বরকল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
বরকল থানার ওসি নাসির উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। এ হত্যাকান্ডের সাথে কারা জড়িত এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।