রাঙামাটির সাজেক ইউনিয়নের মাচালং বাজার—যেখানে দীর্ঘদিন ধরে শুষ্ক মৌসুম মানেই ছিল পানির জন্য দুর্ভোগ। পাহাড়ি ঝিরি-ঝর্ণা শুকিয়ে যাওয়া আর নলকূপে ফোঁটা না পড়ায় স্থানীয়দের জীবনযাত্রা হয়ে উঠতো কঠিন। অবশেষে সেই দুঃসময়ের অবসান ঘটলো বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টায়।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ বেঙ্গল বাঘাইহাট জোনের উদ্যোগে মঙ্গলবার (১৮ নভেম্বর) দীর্ঘ সময় পর পুনরায় চালু হলো মাচালং বাজারের বিশুদ্ধ পানি সরবরাহ কেন্দ্রটি। সেনাবাহিনীর ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পূর্বে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পানি পয়েন্টটি নতুনভাবে সংস্কার ও উন্নয়ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
পাহাড়ের কষ্টের জীবনযাপন একটু হলেও সহজ করতে সেনাবাহিনীর এই কার্যক্রম যেন নতুন করে আশার আলো দেখিয়েছে স্থানীয় পাহাড়ি-বাঙালি পরিবারগুলোর চোখে। পানির মতো মৌলিক সেবায় ফের প্রাণ ফিরে আসায় তারা খুশি, কৃতজ্ঞও।
“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এই লক্ষ্য বুকে ধারণ করে সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তামূলক উদ্যোগ চালিয়ে যাচ্ছে। এবারের পানির সুবিধাটিও তার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত।
দিনের শেষে মাচালং বাজারের শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী—যা অনুষ্ঠানে আনন্দের আরেক রঙ যোগ করেছে।বিশুদ্ধ পানির ধারা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা সর্বসাধারণের। আর সেনাবাহিনীর এমন মানবিক ছোঁয়া পাহাড়ের জীবনে ছড়িয়ে দিক স্থায়ী স্বস্তি ও আস্থা।


















