মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় নানিয়ারচর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ তাদের স্ব স্ব দপ্তরের প্রশাসনিক কার্যক্রম সমূহ তুলে ধরেন।
বক্তারা এসময় নানিয়ারচর উপজেলার সরকারি কার্যক্রমের পাশাপাশি কাপ্তাই লেক ভরাট ও দখল রোধ, মাদক, বাল্য বিবাহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ, থানার ওসি মো. নাজির আলম, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া, উপজেলা হার্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ যুবাইদুর রহমান ভাসানী, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার ও নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


















