রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকাধীন নতুনবাজারস্থ ইউসুফ মাষ্টারের গলি নামক স্থানে পারিবারিক কলহের জেরে রুবি আক্তার (২৪) নামে এক গৃহবধূর নিজ ঘরের চালের সাথে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর স্বামীর নাম রিমন।
আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটে বলে ইউপি চেয়ারম্যান জানান।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাবার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি জানান।


















