হাজার হাজার দায়ক দায়িকাদের উপস্থিতিতে রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরমে অবস্থিত ঐতিহ্যবাহী চিৎম্রং বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রয়াত ভদন্ত আগ্গাওয়াইন্সা (অগ্রবংশ) মহাথেরোর দুইদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রীয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চিৎম্রং বৌদ্ধ বিহারের মাঠে অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি এবং দায়ক দায়িকাদের উদ্যোগে গত শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শুরু হওয়া এই অনুষ্ঠান শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সমাপ্তি ঘটে।
অনুষ্ঠান মালার মধ্যে ছিল বৌদ্ধ ধর্মের ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্য বাহী সঁইং নৃত্য,মৃত দেহ এর প্রথাগত ইয়ই পরিবেশন, এতিহ্যবাহী পাঁংখুং নৃত্য পরিবেশন।
বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী সঁইং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বান্দরবানের উজানী পাড়া, কাপ্তাইয়ের ব্যাঙছড়ি মারমা পাড়া, ঙ্খাক খ্যং ওয়া পাড়া,কুকিমারা পাড়া, পশ্চিম মনাই পাড়া, পানছড়ি মুখ পাড়া, মবইং পাড়া, চিৎমরম মইদং পাড়া, চাকুয়া পাড়া, চিৎমরম পাড়া হতে ১০টি সঁইং নৃত্য দল (দল বেঁধে সংস্কৃতি নৃত্য) ও ৬টি ইঁয়ই নৃত্যদল (দোলনা নৃত্য) অংশ নেন। এছাড়া ২শতাধিক ভিক্ষুসংঘ এই অনুষ্ঠানে যোগ দেন।
এই উপলক্ষে আয়োজিত ধর্মসভায় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন চিৎম্রং বৌদ্ধ বিহারের পরম পুজনীয় অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো।
প্রসঙ্গত: দীর্ঘ ৫৮ বছর প্রয়াত উপাধ্যক্ষ ভদন্ত আগ্গাওয়াইন্সা অগ্রবংশ মহাথেরো চিৎম্রং বৌদ্ধ বিহারে মহা ধর্ম দেশক ছিলেন। তিনি ৭৯ বছর বয়সে ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারী পরিনির্বান লাভ করেন ।