কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসে বান্দরবানে এক স্থানীয় হোটেলে অবস্থান করছে, এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ২০জন রোহিঙ্গা শ্রমিককে আটক করেছে সদর থানা পুলিশ।
আটককৃরা সবাই মিয়ানমারের নাগরিক ও কক্সবাজার জেলা উখিয়া থানার থাইংখালি শিবিরের বাসিন্দা।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকাল ৫টায় শহরে ট্রাফিক মোড়ে সংলগ্ন হোটেল পর্বত থেকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন- নুর আলম (৫০), মো. জোহর (৩৫), হাফিজুর রহমান (২৮), নুর আলম (৩৭), হোসাইন( ২২), ইউসুফ (২১), আরিফ (৩০), হাসান (২০), রুহুল আমিন( ২২), সিদ্দিক ( ২১) আরাফাত (২০), সালাম (২৫), রিফান (১৬) হাকিম (৩০), আলিম উল্লাহ(২৬), আলম (৩০),জাফর হোসেন (২২), হোসেন আহমদ (৩৬), রশিদ উল্লাহ (১৬), আহমুদুল (৫২)।
পুলিশ জানায়, হোটেল পর্বতে রোহিঙ্গা অবস্থান করছে, এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। পরে একই রুম থেকে ২০ জন রোহিঙ্গকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা জানান, ক্যাম্প থেকে গাছ কাটা ও পাথর উত্তোলন সহ বিভিন্ন কাজের কথা বলে মাঝি ফজলু করিম নামে এক ব্যক্তি নিয়ে আসেন। পরে তাদেরকে পর্বত আবাসিক হোটেলে একটি রুম ভাড়া করে রেখে যান।
ঘটনা সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা উপ-পরিদর্শক (এস আই) আমিনুল ইসলাম বলেন, হোটেল পর্বত থেকে আটককৃত রোহিঙ্গাদের সদর থানায় নিয়ে আসা হয়েছে। কার মাধ্যমে কিংবা কিভাবে এসেছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গাদেরকে আবারো ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
এ ব্যাপারে বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করে ২০ জন রোহিঙ্গা (মিয়ানমার নাগরিক) আটক করা হয়। এছাড়া জেলা জুড়ে অস্ত্র, চোরাচালান, মাদক ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।