রাঙামাটিতে হিন্দু সনাতন যুব পরিষদের উদ্যোগে সনাতনী শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। আজ বিকালে শহরের পৌরসভা মাঠ প্রাঙ্গণ হতে সনাতন যুব পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হিন্দু যুব সনাতন পরিষদের নেতা অজিত দাশের সভাপতিত্বে এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যুব সনাতন নেতা উজ্জল ভৌমিক, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সুদৃষ্টি দাশ, মেডিকেল কলেজের ছাত্রনেতা স্নেহাশীষ চক্রবতী, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী ও পুরোহিত নির্মল চক্রবতীসহ আরো অনেকে।
বক্তারা বলেন, নড়াইল জেলার দিঘলিয়া, রাঙামাটির চন্দ্রঘোনা ও চট্টগ্রাম জেলার লোহাগড়ায় সনাতনীদের ঘর বাড়ি, মন্দির ভাংচুর, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে রাঙামাটির যুব পরিষদ ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এধরনের ঘটনা বার বার ঘটতে থাকলে সনাতন যুব পরিষদ আন্দোলনে যেতে বাধ্য হবে।
প্রায় ঘন্টা ব্যপী রাঙামাটি চট্টগ্রাম সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দিয়ে সমাবেশ পরিচালিত হয়। এতে জনগণ ভোগান্তির শিকার হয়েছেন। অনেক যাএী বিড়ম্বনার শিকার হয়েছেন।