রাঙামাটি জেলা শহরে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মোজাদ্দেদ-ই- আলফেসানি একাডেমি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। এসময় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম। তিনি এই বিদ্যালয়ে যোগদানের পর কি কি উন্নতি হয়েছে এবং নতুন করে পথচলা শুরু হয়েছে তার বর্ণনা তুলে ধরেন। প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা গুলো প্রধান অতিথি উদ্দেশ্যে তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, রাঙামাটি জেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত মুজাদ্দদ- ই-আলফেসানী উচ্চ বিদ্যালয়টির সার্বিক মানউন্নয়নের জন্য জেলা পরিষদ সবসময় পাশে থাকবে। দীর্ঘদিন অবহেলিত এ বিদ্যালয়টির সমস্যা চিহিৃত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত জেলা পরিষদের তরুণ সদস্য হাবীবে আযম ও মিনহাজ মুর্শিদকে দায়িত্ব প্রদান করেন। ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ায় মনোযোগী ও শিক্ষক কর্মচারীদেরকে আরো আন্তরিক হওয়ার মাধ্যমে জাতিগঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার অনুরোধ জানান।
অতিথিদ্ব বলেন, রাঙামাটি শহরের মধ্যে ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মোজাদ্দেদ-ই-আলফেসানি একাডেমি উচ্চ বিদ্যালয় সবদিক দিয়ে শীর্ষে রয়েছে। আলফেসানি উচ্চ বিদ্যালয়ে মানদন্ডে অন্যান্য উচ্চ বিদ্যালয়ের চেয়ে অনেকটা এগিয়ে। বর্তমানে বিদ্যালয়ে একজন অভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের পর পরই বিদ্যালয়ের চেহারে পাল্টা গেছে। আগামীতে শিক্ষারমান ও উন্নয়ন আরো পাল্টে যাবে। প্রধান অতিথিকে দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণসহ শিক্ষাথীদের শ্রেণি কক্ষের অভাবসহ নানান দাবি তুলে ধরেন।