রাঙামাটির নানিয়ারচরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
‘দূর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যকর ব্যাবস্থা ‘এই প্রতিপাদ্য নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ অক্টোবর (বৃহস্প্রতিবার) সকালে উপজেলা পরিষদের মাঠে শোভাযাত্রা ও উপজেলা নির্বাহি কর্মকর্তার অফিস কক্ষে আলোচনা সভা করা হয়।
এতে নানিয়ারচর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ-ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা,উপজেলা ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার,নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা৷ ও সেচ্ছাসেবী সংগঠনের লোকজন প্রমুখ।
এতে বক্তারা শুস্ক মৌসুমে নানিয়ারচর সদর বাজারে যাতে অগ্নিকাণ্ড না ঘটে তাই নানিয়ারচরের প্রতিটি দোকানে বালু ও পানি রাখতে হবে।পাহাড় ধ্বসসহ বিভিন্ন দূর্যোগে ভবিষ্যতে কনো প্রকার ক্ষতির সম্মুখে পড়তে না হয় এ বিষয়ে করনীয় বিষয়ে কথা বলেন।