খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ নারী কল্যান (পুনাক) এর উদ্যোগে লক্ষ্মীছড়িতে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্র বিতরণ করা হয়েছে।
পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর খাগড়াছড়ি জেলার সভাপনেত্রী রেহানা ফেরদৌসের সভাপতিত্বে ২৪ জানুয়ারী রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় লক্ষ্মীছড়ি থানার মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ নাইমুল হক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সদরের সার্কেল অফিসার জিনিয়া চাকমা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি সার্কেলের সার্কেল অফিসার এ কে এম কামরুজ্জামান।
এস আই কামাল উদ্দিনের সঞ্চায়লনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুরুতে কুরান থেকে তেলওয়াত পাঠ করেন আনুরউল্লাহ, ত্রিপিটক পাঠ করেন চন্দ্রদেব চাকমা, গীতা পাঠ করেন এএসআই অনীল চন্দ্র। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিনহাজ মোহাম্মদ ভূঁইয়া।
লক্ষ্মীছড়ির উপজেলার তিন ইউনিয়নের ১০০ জন গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর আগে লক্ষীছড়ি থানার পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ নাইমুল হককে ফুল দিয়ে অভ্যর্থনা ও গার্ড অফ অনার দেওয়া হয়।