শুক্রবার , ২০ জুন ২০২৫ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে স্বাস্থ্য বিভাগের ৫৮ পদে ৪৪২৮ জনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ২০, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত স্বাস্থ্য বিভাগের আওতাধীন ৬ ক্যাটাগরিতে কর্মচারী নিয়োগে ৫৮টি পদের বিপরীতে ৭১৯০টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে ইন্টারভিউ কার্ড পেয়েছেন-৬হাজার ৫শ’ ৯০জন। কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছেন-৪হাজার ৪শ’ ২৮জন। বাকি ২হাজার ১শ’ ৬২জন পরীক্ষায় অংশ গ্রহন করেনি। জেলা পরিষদ অধীনেস্থ স্বাস্থ্য বিভাগের অনুষ্ঠিতব্য ৬ ক্যাটাগরিতে কর্মচারী নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার সকালে শহরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন অথবা ২১ জুন ২০২৫ লিখিত পরীক্ষার ফলাফল জেলা পরিষদের ওয়েবসেটে প্রকাশ করার কথা রয়েছে।

জানা গেছে, কোল্ড চেইন টেকনিশিয়ান, স্টোর কিপার, পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার এই ৬টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফল জেলা পরিষদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তবে সব চেয়ে বেশি আবেদন পড়েছে স্বাস্থ্য সহকারিতে। কর্মচারি নিয়োগ পরীক্ষায় ১০টি কেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা ছিল।

জেলা পরিষদ সদস্য ও কর্মচারি নিয়োগ কমিটির আহবায়ক মিঃ দেব প্রসাদ চাকমা জানিয়েছেন, নিছিদ্র নিরাপত্তা, শতভাগ ভেজাল ও অনিয়ম দুর্নীতিমুক্ত সহজ সরল ভাবে কর্মচারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত গোপনীয়তার সহিত প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত পৌছানো হয়েছে। প্রত্যেক কেন্দ্রে আইনশৃঙ্খলাবাহিনী নিয়োজিত ছিল। এবারের নিয়োগে খাতা কাটাসহ সকল বিষয়ে কড়া নজরদারি রয়েছে। কোন প্রকার অনিয়ম দেখা দিলে সাথে সাথে নিয়োগ বাতিল করা হবে। শতভাগ নিশ্চিত যারা মেধাবি তারা অগ্রাধিকার পাবেন। কোথায়ও ঘুষ বাণিজ্য বা কারচুপি ধরা পড়লে তার বিরুদ্বে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। কেউ গুজবে কান দেবেন না। এই নিয়োগের সাথে রাঙামাটির সকল প্রশাসন জড়িত রয়েছে। এই নিয়োগ অন্তবর্তীকালিন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চ্যালেঞ্জ। এই নিয়োগে বিগত দিনের সকল অনিয়-দুর্নীতিকে চুরমার করে দিয়ে প্রমান করবে আমরা দুর্নীতিকে কবর দিতে পারি। এতে প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা।

কর্মচারি নিয়োগ পরীক্ষার কেন্দ্র সমূহ- লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে পরীক্ষার্থী-১৫শ’জন, পরীক্ষায় অংশ নিয়েছে-১০০২ জন, নিউ রাঙামাটি সরকারী প্রাঃ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৩শ’ জন, পরীক্ষায় অংশ নিয়েছে-১৯৫ জন, তবলছড়ি শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৭০০ জন, পরীক্ষায় অংশ নিয়েছে-৪৬২ জন, রির্জাভ বাজার শহীদ আব্দুল আলী একাডেমিতে পরীক্ষার্থী-১০০০ জন, পরীক্ষায় অংশ নিয়েছে-৬৬৮ জন, বনরুপাস্থ মোজাদ্দে-দ-ই আল ফেসানি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী-৫০০ জন, পরীক্ষায় অংশ নিয়েছে- ৩২৬ জন, রাঙামাটি সরকারি মহিলা কলেজে পরীক্ষার্থী-৮০০জন, পরীক্ষায় অংশ নিয়েছে-৬৫৩ জন, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী-৬০০ জন, পরীক্ষায় অংশ নিয়েছে-৩৯৪ জন, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী-২৫০ জন, পরীক্ষায় অংশ নিয়েছে- ১৬১ জন, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী-১০৪০ জন, পরীক্ষায় অংশ নিয়েছে-৬৬১ জন এবং রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী-৫০০ জন পরীক্ষায় অংশ নিয়েছে-২০০ জন।

পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষা অত্যন্ত সহজ হয়েছে, তবে যারা স্বাস্থ্য-সহকারি পদে পরীক্ষা দিয়েছে তারা স্বাস্থ্য বিষয়ে একটি মাত্র প্রশ্ন ছাড়া আর কোন প্রশ্ন আসেনি। ৮০ নাম্বার পরীক্ষায় স্বাস্থ্য সম্পর্কে একটি প্রশ্ন আসাতে অনেকে হতাশ। অনেকে বাড়তি সাদা কাগজ না পেয়ে বাকি প্রশ্নগুলো লিখতে পারেনি। আবার অনেকে অভিযোগ করে বলেছেন, পরীক্ষার খাতায় ২-৩ তা সাদা কাগজ খাতার সাথে দেখতে পাওয়া গেছে। এনিয়ে অনেকের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। তবে পরীক্ষার্থী বলছেন ফলাফল বের হলে বুঝা যাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: