আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া।
মনোনয়ন পাওয়ার পর সোমবার রাতে (০৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেই সাথে খাগড়াছড়ি বাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে ওয়াদুদ ভূইয়া তাঁর বার্তায় বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জাতীয় স্থায়ী কমিটি’র সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় খাগড়াছড়িবাসি, আমার দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং যারা আমার জন্য মাঠে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন; আমার প্রতি আপনাদের আশির্বাদ ও অকুন্ঠ সমর্থনের জন্য।”
তিনি আরও বলেন, যারা কোনো কারণে আমাকে প্রত্যাশা করেননি বা সমর্থন করতে পারেননি, তাদেরকেও ‘ধানের শীষ’-এর পক্ষে আমার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
খাগড়াছড়ির অভিজ্ঞ এই রাজনীতিবিদ ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালের নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পার্বত্য খাগড়াছড়ি অঞ্চলে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। তাঁর সময়ে পার্বত্য এলাকায় সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়, যা আজও স্থানীয় জনগণের মুখে উচ্চারিত হয়।
মনোনয়ন ঘোষণার পর থেকেই খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ওয়াদুদ ভূইয়াকে অভিনন্দন জানিয়ে বিবৃতি ও শুভেচ্ছা বার্তাও প্রকাশ করা হয়েছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ওয়াদুদ ভূইয়ার প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে খাগড়াছড়ি আসনে নির্বাচনী মাঠে নতুন প্রাণ ও প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে।


















