রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে থ্যালাসেমিয়া রোগ সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইমপেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম এর রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফাহমিদা আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ।
সেমিনারের মুখ্য আলোচক ডা: ফাহমিদা আহমেদ উপস্থিত শিক্ষার্থীদের থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে শিক্ষার্থীদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে রোগটি সম্পর্কে সচেতন করতে সম্যক ধারণা দেন।
একই সাথে রোগটি সম্পর্কে কৌতুহলী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে দুজন থ্যালাসেমিয়া(মেজর) রোগী রোগাক্রান্ত সময়ে তাদের দৈনন্দিন অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন।
লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত পড়াশুনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সবসময় এ ধরনের সচেতনতামূলক সভার আয়োজন করে থাকে লেকার্স।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই প্রতিটি পরিবারে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জানাতে পারবে এতে করে সচেতন হবে রাঙামাটির মানুষ। তিনি ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
একই দিন রাঙামাটি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন মেডিসিন ক্লাবের আয়োজনে বিনামূল্যে রক্ত পরীক্ষার আয়োজন করা হয়।
সেমিনারে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অবিভাবকগণ অংশগ্রহণ করেন।