বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ।
এই বাইচকে কেন্দ্র করে পুরো শহীদ মিনার ঘাটে ভিড় জমায় কয়েক হাজার দর্শক।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে রাঙামাটি শহীদ মিনার ঘাটে ঐতিহ্যের নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। পরে নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় মোট চারটি ইভেন্টে বিশটি দল অংশগ্রহণ করে। তার মধ্য পুরুষ ১১টি দল ও ৯ টি নারী দল অংশ গ্রহণ করে।
এসময় পুরুষ- মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ১ম পুরষ্কার ৫০ হাজার টাকা, ২য় পুরষ্কার ৩৫ হাজার টাকা ও ৩য় পুরষ্কার ২৫ হাজার। পুরুষদের সাম্পান নৌকা প্রতিযোগিতায় ১ম পুরষ্কার ১০ হাজার টাকা, ২য় পুরষ্কার ৮ হাজার টাকা, ৩য় পুরষ্কার ৫ হাজার টাকা।
মহিলাদের ছোট নৌকা প্রতিযোগিতায় ১ম পুরষ্কার ১০ হাজার, ২য় পুরষ্কার ৮ হাজার ও ৩য় পুরষ্কার ৫ হাজার টাকা প্রদান করা হয়।