ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি থেকে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী থেকে অস্ত্রের মুখে ইউপিডিএফ গন্ত্রান্তিক দলের সাবেক কর্মী আশা প্রিয় চাকমাকে অপহরণ করছে সন্ত্রাসীরা
শনিবার সন্ধ্যায় পাবলাখালীর নিজ বাড়ি থেকে অপহরণ করে সন্ত্রাসীরা। আশা প্রিয়কে অপহরণের সময় সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে বলে জানান স্থানীয়রা।
খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান সন্তুষ কুমার চাকমা বলেন, আমরা সন্ধ্যায় গুলির শব্দ শুনেছি। পরে জেনেছি গণতান্ত্রিক ইউপিডিএফের সাবেক কর্মী আশা প্রিয় চাকমাকে অপহরণ করা হয়েছে।
গণতান্ত্রিক ইউপিডিএফের বাঘাইছড়ি সমন্বয়ক অশিমপ্রিয় চাকমা বলেন, আশা প্রিয় চাকমা আগে আমাদের দলে কাজ করলেও গত দুই মাস পূর্বে সে দল ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। এখন আমাদের সাথে তার কোন যোগাযোগ নেই।
বাঘাইছড়ি থানার ওসি তদন্ত মোহাম্মদ মনজুরুল আলম অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় এখন পর্যন্ত কেও অভিযোগ করেনি। তবে স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি ঘটনাটি জনসংহতি সমিতি(জেএসএস) সন্তু লারমা দলের ক্যাডার টিটু চাকামা ও মনিময় চাকমার নেতৃত্বে সংগঠিত হয়েছে।
জনসংহতি সমিতির বাঘাইছড়ি সমন্বয়ক কাকলী চাকমা অপহরণের অভিযোগ অস্বীকার করেছেন।