আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ মঙ্গলবার বিকেলে কাউখালী উপজেলার পোয়াপাড়া যুব পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ -সভাপতি মো. মহি উদ্দিন, কাউখালী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ কাউখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মোতালেব,যুগ্ন সম্পাদক ছগির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া ,বেতবুনিয়া মডেল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী ওমর ফারুক তালুকদার কলমপতি ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির উদ্দিন, কাউখালী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম, কাউখালী উপজেলা জাসাস সভাপতি কামাল উদ্দিন ও কাউখালী উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ প্রমুখ। সভায় বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১ সেপ্টেম্বর সারাদিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর মাধ্যমে শহিদ জিয়ার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী বিস্তারিত কর্মসূচীর মাধ্যমে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলের উপস্থিতি, সহযোগীতাপূর্ণ আচরন ও শৃঙ্খলাবদ্ধ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জানানো হয়।