সন্ধানী রাঙামাটি মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক রাঙামাটি শহরের কাঁঠালতলীস্থ দারুসালাম একাডেমি হেফজ ও এতিম খানায় ভ্যাক্সিনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে সন্ধানী রাঙামাটি মেডিকেল কলেজ ইউনিটের রাঙামাটি মেডিকেল কলেজের ইন্টার্নী ডাক্তার প্রসনজিত পাল ও ডাক্তার শেখ জহিরের নেতৃত্বে গরীব অসহায় শিশুদের চিকিৎসাসেবা, ফ্রি ওষধ বিতরণ ও রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
এসময় সন্ধানী রাঙামাটি মেডিকেল কলেজ ইউনিটের অন্যান্যদের মধ্যে চিকিৎসাসেবায় অংশ গ্রহন করেন ডাক্তার রাশেদুল ইসলাম নিশান, শিক্ষানবীশ ডাক্তার ইফতেসামুল হক আদীপ, মোঃ সাফকাতু ইসলাম,মোঃ আবরা হোসেন, আহনাফ রাকিব রাফি ও সামিউল রহমান ইয়াছিন।
আরো উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহসভাপতি ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম.কামাল উদ্দিন, প্রতিষ্ঠানের পরিচালক মুফতি সামসুল আলম, শিক্ষক ও শিক্ষার্থী সহ আরো অনেকে। রাঙামাটিতে সন্ধানী রাঙামাটি মেডিকেল কলেজ ইউনিট চিকিৎসাসেবায় অন্যন্য ভূমিকা রেখেছে।