‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগানে খাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ সোমবার সকাল রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথ উদ্যোগে এবং সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির সহযোগীতায় এক আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।
এ সময় অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক সহ প্রমুখ।
পরে সামনে দুর্নীতি বিরোধী এক মানববন্ধনের আয়োজন করা হয়।