শনিবার, মার্চ ২৫News That Matters

তুলাবান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন

শেয়ার করুন:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তুলাবান উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৯ মার্চ রবিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তুলাবান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বৃষকেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি থানার ওসি শাহাদাৎ হোসেন, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ওংজি মারমা, উপজেলা আওয়ামিলীগের ভার্প্রাপ্ত সভাপতি আলী হোসেন, মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমা সহ স্থানীয় অবিভাবকরা।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা পরে নবাগত ছাত্র ছাত্রীদের বরণ ও বিদায়ী শীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ময়মনসিংহ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ট্রইনার জয়নাল আবেদীন কে সহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *