সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) বাঘাইহাট জোনের উদ্যোগে অর্ধশতাধিক পানিবন্দি হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ মানবিক কার্যক্রমের নেতৃত্ব দেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা, পিএসসি, অধিনায়ক, ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোন এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাঈম খন্দকার, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন তাজরিয়ান, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি জনাব নাজিম উদ্দীন চৌধুরী, বাঘাইহাট বাজার কমিটির সহ- সভাপতি মোঃ রায়হান উদ্দিন, স্থানীয় ব্যাবসায়ী মোঃ ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবুল হোসেন, ০৪ নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংকটের মুহূর্তে আমরা সকল ভেদাভেদ ভুলে একত্রে কাজ করলেই সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে। বাঘাইহাট জোন শুধু নিরাপত্তা নিশ্চিত করেই থেমে নেই, বরং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করাও আমাদের অঙ্গীকার। এ সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।