খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান কাজী রিপন কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগড়ের সোনাইপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র মতে, জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ সন্ধা সাড়ে ৭টার পর তার নিজ বাড়ি থেকে পালানোর সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কাজী রিপন ২০১১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন কাজী রিপন। ২০১৬ সাল সতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদে পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ২০০৮ সাল থেকে দুই মেয়াদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৯ সালের উপজেলা আ.লীগের কমিটির এক নম্বর সদস্য ছিলেন তিনি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন আটকের কথা স্বীকার করে বলেন, সে একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও, তার নামে ছাত্রদল নেতা শাহ আলম হত্যাসহ একাধিক মামলা রয়েছে।