অব্যাহত বর্ষণে পাহাড় ধসের জন্য ঝুঁকি দেখা দিয়েছে রাঙামাটিতে। ঝুকিপুর্ণ স্থানে বসবাসকরা লোকজনকে নিরাপদে থাকতে এবং পার্শবর্তী অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যেতে বলেছে জেলা প্রশাসন।
শুক্রবার রাতে ঝুকিপূর্ণস্থান পরিদর্শন করে ঝুকিপুর্ণ স্থানে বসবাস করা লোকজনের কাছে গিয়ে নিরাপদ আ্শ্রয়ে যেতে অনুরোধ করেন স্বয়ং জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো মামুনসহ অন্যান্য ম্যাজিস্ট্রেটরা সাথে ছিলেন।
এদিকে কাপ্তাই, কাউখালি, নানিয়ারচর উপজেলাসহ অন্যান্য সকল উপজেলায় অনুরূপ সতর্কতা গ্রহণ করতে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।