খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে ফুড প্যাকেজ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
গ্রামীণফোনের সহযোগিতায় ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট।
শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টায় মেরুং ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে প্রথম ধাপের বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় মেরুং ইউনিয়নের ১৯৩ পরিবারকে ফুড প্যাকেজ প্রদান করা হয়েছে।
এতে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের মাঠ সংগঠক দিদারুল আলম রাফি’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি, প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা ও ফুড প্যাকেজ বিতরণের দায়িত্বপ্রাপ্ত মোঃ লিয়াকত হোসেন, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমূখ।
পরবর্তীতে দুপুর ১২টায় হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় পর্বের বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বোয়ালখালী ও কবাখালী ইউনিয়নের ১৬৫ পরিবারকে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, ইউপি সদস্য মো: ইউনুছ সহ খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তাবৃন্দ।
বিতরণকৃত ফুড প্যাকেজ রয়েছে চাউল ৭.৫ কেজি, ডাল ১ কেজি, চিনি ১ কেজি, তৈল ১ লিঃ, লবন ১ কেজি, সুজি ৫০০ গ্রাম।